ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দক্ষিণখানে কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
দক্ষিণখানে কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণখান থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম।

তিনি বলেন, গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে তথ্য পাওয়া যায়, দক্ষিণখানের গাওয়াইর খলিল বক্স রোডে একটি খালি প্লটে ভবন নির্মাণের জন্য বেজমেন্টের মাটি খোঁড়ার সময় একটি কষ্টিপাথর সদৃশ মূর্তি পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত সোয়া ২টার দিকে দক্ষিণখান থানার টিম ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি জব্দ করে।

ডিসি মোর্শেদ বলেন, উদ্ধারকৃত মূর্তিটি কষ্টিপাথরের কিনা, সেটি পরীক্ষার জন্য আদালতের অনুমতি সাপেক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হবে। পরীক্ষার রিপোর্ট ও আদালতের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
পিএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।