ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাদ্য নয়, তাবু-কম্বল সহায়তা চেয়েছে তুরস্ক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
খাদ্য নয়, তাবু-কম্বল সহায়তা চেয়েছে তুরস্ক

ঢাকা: ভূমিকম্পে বাংলাদেশের কাছে তাবু, স্লিপিং ব্যাগ ও কম্বল সহায়তা চেয়েছে তুরস্ক। শনিবার ( ১১ ফেব্রুয়ারি) ঢাকার তার্কিশ কো-অপরেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) এক বিজ্ঞপ্তিতে এ সহায়তা চাওয়ার বিষয়টি জানিয়েছে।

এতে মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রা সহনীয় তাবু, স্লিপিং ব্যাগ ও কম্বল সহায়তা চাওয়া হয়। আর পরবর্তীতে না চাওয়া পর্যন্ত শুকনো খাবার না পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে।

রাজধানীর বারিধারার (৫ নম্বর রোড, ৮ নম্বর বাড়ি) টিকা অফিসে এই সহায়তা সামগ্রী জমা দেওয়া যাবে।

এর আগে গত ৯ ফেব্রুয়ারি ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সে দেশের ভয়াবহ  ভূমিকম্পে বাংলাদেশের সহায়তা চান।

উল্লেখ্য,  গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ২৩ হাজার মানুষ মারা গেছেন। এখনো উদ্ধার অভিযান চলছে। বাংলাদেশ থেকে ইতোমধ্যেই  তুরস্ক ও সিরিয়ায় সহায়তা পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩,
টিআর/এনএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।