ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহাসড়কে অটোরিকশার আলাদা লেন চান চালকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
মহাসড়কে অটোরিকশার আলাদা লেন চান চালকরা

ঢাকা: মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার জন্য পৃথক লেন বা বাইলেন তৈরি করে চলাচলের সুযোগ দেওয়া। পাশাপাশি ঢাকা মহাসড়কের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় ঢাকা শহরের সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ চায় ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকি।

সংগঠনটির অন্যান্য দাবিগুলো হচ্ছে— ২০০৭ সালে সরকার অনুমোদিত পাঁচ হাজার সিএনজি অটোরিকশা চালকদের নিবন্ধন দেওয়া; ঢাকা মহানগরের জন্য আরও ১৫ হাজার সিএনজি অটোরিকশা চালকদের জন্য রেজিস্ট্রেশন দানের অনুমোদন দেওয়া; ঢাকা মহানগরে সিএনজি অটোরিকশা দৈনিক জমা বৃদ্ধি না করা; পার্কিং-এর ব্যবস্থা না দিয়ে নো-পার্কিং মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা; ২০১৫ সালের মিটারের রেট জন্য মিটারের মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা; অল্প অর্থে ও সহজ শর্তে চার স্ট্রোক থ্রি হুইলার চালকদের লাইসেন্স নবায়নের ব্যবস্থা করা এবং সঙ্গে সঙ্গে নবায়নকৃত লাইসেন্স চালকদের সরবরাহের ব্যবস্থা করা এবং অবাধ ট্রেড ইউনিয়ন করার জন্য শ্রম আইন ২০০৬ সংশোধন, সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা ২০২৩-এর চালক স্বার্থবিরোধী ধারাগুলো বাতিল করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসনে, শো. ফোরকান বেপারী ও সোহরাব হোসেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ইএসএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।