ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ওয়ারিতে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
ওয়ারিতে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার এক

ঢাকা: রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে ৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তার নাম মো. দিপু।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাজিরুর রহমান জানান, সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দিপু রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি ও সরবরাহ করতো।

তার বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এসজেএ/এমএমজেট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।