ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিটিআরসির অভিযানে অবৈধ সরঞ্জাম জব্দ, আটক ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
বিটিআরসির অভিযানে অবৈধ সরঞ্জাম জব্দ, আটক ২

ঢাকা: অবৈধ নেটওয়ার্ক বুস্টার ও ওয়াকি-টকির বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন টিম ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় অনুমোদনহীন নেটওয়ার্ক বুস্টার ও ওয়াকি-টকি জব্দসহ দুজনকে আটক করা হয়।

একইসঙ্গে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী পাড়া ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানকালে ছয়টি নেটওয়ার্ক বুস্টার, ছয়টি বুস্টার ইনডোর এন্টেনা, ছয়টি বুস্টার আউটডোর এন্টেনা ও দুটি ওয়াকি-টকি জব্দ করা হয় বলে বিটিআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। আটকদের বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  

অবৈধ নেটওয়ার্ক বুস্টার, জ্যামার, রিপিটার এবং ওয়াকি-টকির বিরুদ্ধে কমিশনের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। বিটিআরসির অনুমোদনবিহীন বেতার যন্ত্রপাতি ক্রয়/বিক্রয় এবং ব্যবহার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে, অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।