ঢাকা: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার দুইদিন সফর শেষে রোববার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে বিদায় নিচ্ছেন।
রোববার (২৪ আগস্ট) রাত ১২টার পর সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন।
সৌদি আরবের জেদ্দায় সোমবার (২৫ আগস্ট) থেকে ইসলামী সহযোগিতা সংস্থা-ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। এ বৈঠকে যোগ দেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর ইসহাক দার ঢাকা সফরের দ্বিতীয় দিন রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। পরে প্রতিনিধি দলের বৈঠকে নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন তিনি। বিকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন তিনি।
ইসহাক দারের ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে ৬টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
রোববার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন।
ঢাকা সফরের প্রথম দিনে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বিএনপি, জামায়াতে ইসলাম ও এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া পাকিস্তান হাউজে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার একটি বিশেষ ফ্লাইটে শনিবার ঢাকায় পৌঁছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম।
টিআর/জেএইচ