ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ধর্ষণের পর কিশোরীকে হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৫, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ধর্ষণের পর কিশোরীকে হত্যা, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আটক 

ঢাকা: নেত্রকোনার কলমাকান্দা এলাকায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল রাজ্জাক ওরফে জাকির হোসেনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুরের গাছা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর টিকাটুলি র‍্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।