ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কৃষিতে আমরা স্বাবলম্বী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
কৃষিতে আমরা স্বাবলম্বী: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে কৃষিতে আমরা স্বাবলম্বী হয়েছি। মাঝেমধ্যে উদ্বৃত্ত ফসল করছি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, কৃষি বিজ্ঞানীরা নতুন নতুন নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে আজকে কৃষিতে আমরা স্বাবলম্বী হয়েছি। যেখানেই তাকাই দেখি, মাইলের পর মাইল সবুজ আর সবুজ। কখনো ধান বা অন্য ফসল। দেশে যথেষ্ট উর্বর জমি রয়েছে। এজন্য বঙ্গবন্ধু এটার ওপর গুরুত্ব দিয়েছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক একইভাবে কৃষির ওপর গুরুত্ব দিচ্ছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষিবিদদের সর্বপ্রথম একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সবাইকে একই স্ট্যাটাসের অফিসার করেছিলেন। তিনি মনে করতেন, আমাদের কৃষি যদি চলমান থাকে, আমরা যদি ফসল উৎপাদন করতে পারি তাহলে আমাদের কেউ দাবায় রাখতে পারবে না। যখনই আমরা এ জায়গা থেকে হারিয়ে গিয়েছি তখনই আমরা বিপদে পড়েছি।

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে কৃষির ওপর সব সময় গুরুত্ব দিচ্ছেন। কিছুদিন আগেও তিনি বলেছেন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে আমাদের যেটি সমস্যা হতে পারে, সেটি হচ্ছে খাদ্য সংকট। তিনি বলেছেন দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ ড. কামাল উদ্দিন আহাম্মদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।