ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলশানে অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
গুলশানে অগ্নিকাণ্ড: আহতদের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন

ঢাকা: রাজধানীর গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ১৮ সদস্যর একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গত রোববার (১৯ ফেব্রুয়ারি) ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নারীসহ এ পর্যন্ত তিনজন আহত হয়ে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়াল।

তিনি জানান, গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ১৮ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিনি নিজেই এ মেডিকেল বোর্ডের প্রধান।

এ বোর্ডে বার্ন বিশেষজ্ঞরা ছাড়াও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিউরো সার্জারি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি ও থোরাসিক সার্জারির চিকিৎসকেরাও আছেন।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।