ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শীত শেষে নামলো বছরের প্রথম বৃষ্টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
শীত শেষে নামলো বছরের প্রথম বৃষ্টি

সাভার (ঢাকা): শীত বিদায় নিতেই বসন্ত শুরু হয়েছে মাত্র কয়েকদিন হলো। এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় দেখা দিলো বছরের প্রথম বৃষ্টি।

মৃদু বাতাসের পর ঝুম বৃষ্টি হয়েছে সাভারের বিভিন্ন স্থানেও।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে টিপ টিপ বৃষ্টি শুরু হয়। এরপর প্রায় ২০ মিনিটের ঝুম বৃষ্টিতে ভিজে যায় সাভারের সড়ক-মহাসড়কসহ বিভিন্ন অঞ্চল। বৃষ্টির স্থায়িত্ব বেশি না হলেও পানি জমাট বাঁধে বিভিন্ন স্থানে।

খোঁজ নিয়ে জানা গেছে, সাভারের পাশাপাশি একই সময়ে প্রবল বৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী উপজেলা ধামরাইয়েও।

এদিকে, বৃষ্টি হওয়ায় শুকরিয়া আদায় করতেও দেখা গেছে সাধারণ মানুষসহ নানা শ্রেণি পেশার মানুষকে। তবে শীতের শেষের এই বৃষ্টিতে শরীর ভেজাতে ভয় পাচ্ছেন মানুষজন। হঠাৎ নামা এই বৃষ্টিতে ভিজলে জ্বর-ঠাণ্ডারও আশঙ্কা করছেন অনেকে।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এসএফ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।