ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নান্দাইলে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
নান্দাইলে সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল যুবকের প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুর রাজ্জাক ওরফে রেজাক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।  

নিহত রাজ্জাক উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের আত্মারামপুর গ্রামের মৃত মাইজ উদ্দিনের ছেলে।  

এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আকন্দ।

তিনি আরও জানান, আত্মারামপুর গ্রামের আউয়ালের ছেলে আলম মিয়া বিয়ে করেন একই উপজেলার খারুয়া জামতলা গ্রামে। এই বিয়ের পর থেকে আলম মিয়ার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর কলহ লেগেই থাকত। এ ঘটনায় বিষয়টি আপস মীমাংসার জন্য স্থানীয় মধুপুর বাজারে দুই পক্ষ সালিশ দরবারে বসে।

তবে ওই সালিশে বিষয়টি মীমাংসা না হওয়ায় সবাই বাড়ি ফিরে যাওয়ার পথে আত্মারামপুর গ্রামে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সংর্ঘষ বেঁধে যায়।

এ সময় সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে হঠাৎ এক পক্ষের দায়ের কোপে মাটিতে লুটিয়ে পড়েন আব্দুর রাজ্জাক। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।