ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

শনিবার সাভারে ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, মার্চ ৩, ২০২৩
শনিবার সাভারে ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সাভার (ঢাকা): আগামী শনিবার (৪ মার্চ) দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত সাভার পৌরসভাসহ উপজেলার কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভারের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী অজিত চন্দ্র দেব।

তিনি বলেন, সাভারের একটি স্থানীয় সিএনজি স্টেশনে লিকেজ মেরামতের জন্য আগামী শনিবার দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তবে আশুলিয়া অঞ্চলে গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।