ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে: পুলিশ সুপার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, মার্চ ১০, ২০২৩
ফুটেজ দেখে হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে: পুলিশ সুপার

পঞ্চগড়: পঞ্চগড়ে আহমেদীয়া সম্প্রদায়ের জলসাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে এতে সম্পৃক্তদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা।

ঘটনার সাত দিনের মাথায় বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ের মাধ্যমে বিষয়টি জানান তিনি।

 

এসময় তিনি বলেন, সিসিটিভি ফুটেজের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সহায়তায় পর্যালোচনা করে এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে তাদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশ সুপার আরও বলেন, ওই ঘটনার পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হয় এবং শহরের বিভিন্ন এলাকায় মোটরসাইকেল নিয়ে গুজব রটানো হয়। গুজব রটানোকারীদের প্রধান বিএনপি নেতা ফজলে রাব্বিকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত প্রায় ১১ হাজার আসামি করে পঞ্চগড় সদর থানায় ১১ টি ও বোদা থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় যৌথ বাহিনীর সহায়তায় ১৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।