ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে নৌ-পুলিশের ওপর জেলেদের হামলা, গ্রেফতার ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
বরিশালে নৌ-পুলিশের ওপর জেলেদের হামলা, গ্রেফতার ৮ সংগৃহীত ছবি

বরিশাল: মেঘনা নদীতে বরিশালের হিজলা উপজেলার নৌ-পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ১৬ জন।

এ ঘটনায় অর্ধশত জেলেকে আসামি করে মামলা হয়েছে। এরআগে অভিযান চালিয়ে মামলার আসামি ৮ জেলেকে গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় মেঘনা নদীর অভয়াশ্রমে ৭ নম্বর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এতে হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বিকাশ চন্দ্রসহ অন্তত ১৫-১৬ জন আহত হয়।  

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় হিজলা থানায় মামলা করেছেন নৌ-পুলিশ কর্মকর্তা।

গ্রেফতার জেলেরা হলেন- হিজলা উপজেলার চর মেমানিয়া গ্রামের মৃত জাবেদ আলী মাঝির ছেলে আ. রাজ্জাক মাঝি (৫৮), একই এলাকার আমির হোসেন দর্জির ছেলে বশির হোসেন দর্জি (১৯), চর কুশরিয়ার জাকির রাঢ়ির ছেলে ইসমাইল রাঢ়ি (১৯) একই এলাকার ইইসুফ সর্দারের ছেলে সাব্বির হোসেন (১৯), গঙ্গাপুরের রাজ্জাক সরদারের ছেলে রাকিব সর্দার (১৯) একই এলাকার আ. রাজ্জাক চৌকিদারের ছেলে পারভেজ চৌকিদার (৫০), হিজলার চরজানপুর এলাকার আ. মন্নান মাতবরের ছেলে শাহীন মাতবর (২১) ও গোসাইরহাটের নান্নু মুন্সীকান্দি এলাকার আজারুল ঢালীর ছেলে রুবেল ঢালী (২৮)।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিঞা জানান, নৌ-পুলিশের এসআই মো. নাসিরউদ্দিন বাদী হয়ে মামলা করেছেন। মামলায় বেআইনিভাবে সরকারি কাজে বাঁধা দেওয়া ও  হত্যার উদ্দেশ্যে এলোপাতারিভাবে মারধর করে গুরুতর এবং সাধারণ জখমের অভিযোগ আনা হয়েছে। মামলায় নামধারী ২৭ জন অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমএস/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।