ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে হত্যার দায়ে আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
কামরাঙ্গীরচরে হত্যার দায়ে আটক ১

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর ঝাউলাহাটি এলাকায় মাথায় আঘাত করে হাসান (১৯) নামে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইমন নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ মার্চ) সকাল ১১টার দিকে কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর ঝাউলাহাটি এলাকায় এ ঘটনাটি ঘটে।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসান, ইমন সহ মোট চারজন ঝাউলাভটি এলাকায় একটি রুমে ভাড়া থাকে। তারা কারখানায় কাজ করে। আটক ইমনের ভাষ্য অনুযায়ী, গতকাল শনিবার (১১ মার্চ) হাসানসহ কয়েকজন মিলে ইমনকে মারধর করে কোনো এক কারণে। এর সূত্র ধরে ইমন রোববার হাসানকে একা পেয়ে তার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করলে সে মারা যায়।

বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মিটফোট হাসপাতালে পাঠানো হয়েছে এবং এই বিষয়ে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এজেডএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।