ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিসৌধে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ সংগৃহীত ছবি

গোপালগঞ্জ: আগামী ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৩ দিনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শণার্থীদের প্রবেশ বন্ধ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা তথ্য অফিসার মুঈনুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৭ মার্চ ২০২৩ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভার সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রীয় কর্মসূচী সম্পন্ন করার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে দর্শণার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।