ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গরু-ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
গরু-ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলা গয়েশপুর ইউনিয়ন জোকা গ্রামে আগুন থেকে গরু-ছাগল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে মিরাজ হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৩ মার্চ) দিনগত রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মিরাজ জোকা গ্রামের ফয়জুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে গোয়াল ঘরে মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়।  আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়লে গোয়াল ঘরে থাকা গবাদি পশুর দড়ি ছাড়িয়ে বের করতে গেলে এক কিশোরের মৃত্যু হয়। এ সময় আগুনে গোয়াল ঘরে থাকা ১টি গরু ও ৪টি ছাগল আগুনে পুড়ে মৃত্যু হয়েছে।  

শ্রীপুর থানার ওসি বিসারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জোকা গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে এক কিশোরসহ গবাদি পশুর মৃত্যু হয়েছে।

মাগুরা জেলা দমকল বাহিনীর উপ-সহকারি পরিচালক সাজ্জাদ আলী বলেন, শ্রীপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় মাগুরা ও শ্রীপুর দুইটি ইউনিটের দমকল বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রে আনেন। তবে এ অগ্নিকাণ্ডে এক কিশোরসহ গবাদি পশুর মৃত্যু প্রাথমিক ভাবে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।