ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

১৩ ওমরাহ যাত্রী নিহত হওয়ার ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রীর শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
১৩ ওমরাহ যাত্রী নিহত হওয়ার ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রীর শোক

ঢাকা: সৌদি আরবের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় ১৩ বাংলাদেশি ওমরাহ যাত্রী নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

ধর্ম প্রতিমন্ত্রী এক শোক বার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের আসির প্রদেশের আকাবা শার এলাকায় ওমরাহযাত্রী বহনকারী একটি বাস দুর্ঘটনায় ৮ জন বাংলাদেশি নিহত হোন। পরে এ সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়।

এ ঘটনায় ১৭ বাংলাদেশিকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৩
এমআইএইচ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।