ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পার্বত্যাঞ্চলের উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: কৃষিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
পার্বত্যাঞ্চলের উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: কৃষিমন্ত্রী

রাঙামাটি: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পার্বত্যাঞ্চলের সার্বিক উন্নয়নে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বিকেলে শাহ বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে জেলা কৃষি বিভাগের আয়োজনে পার্বত্যাঞ্চলের সম্ভবনাময় কাজু বাদাম ও কফি আবাদ, সম্প্রসারণ এবং বিভিন্ন জাতের ফলসহ টেসই ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি সম্পর্কিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ৬০ ভাগ মানুষের জীবিকা কৃষি নির্ভর। যে কারণে এ অঞ্চলের কৃষির সমস্যা দেখার জন্য ছুটে এসেছি। এখানে এক সময় ফলের চাষ না হলেও বর্তমানে কৃষি বিভাগের তৎপরতায় মাল্টা, ড্রাগনসহ বিভিন্ন ফলের চাষ হচ্ছে। তেলের জন্য সূর্যমুখীর চাষ হচ্ছে। এটা সরকারের বড় সফলতা।

জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদূর ঊশৈসিং, রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. শেখ মুহাম্মদ বখতিয়ার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদ। এছাড়া এসময় কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।