ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় যাত্রীবাহী বাস উল্টে যুবক নিহত, আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
আশুলিয়ায় যাত্রীবাহী বাস উল্টে যুবক নিহত, আহত ৬

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে মো. বাদশা (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয় যাত্রী।

মঙ্গলবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক মো. বাদশা দুর্ঘটনাকবলিত গ্রামীণ পরিবহনের যাত্রী। তবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, সন্ধ্যার দিকে ঢাকা থেকে গ্রামীণ পরিবহনের একটি যাত্রীবাহী বাস আশুলিয়ার দিকে যাচ্ছিলো। এসময় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বেড়িবাঁধ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাসটির বাদশা নামে এক যাত্রী নিহত হন। এসময় আহত ৫-৬ জন যাত্রীকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে সড়কটিতে কিছুক্ষণ যানচলাচল বিঘ্নিত হয়। পরে বাসটি সড়ক থেকে সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসএফ/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।