ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গুলিস্তান পাতাল মার্কেটও আগুনের ঝুঁকিতে: ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩
গুলিস্তান পাতাল মার্কেটও আগুনের ঝুঁকিতে: ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেট পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস জানিয়েছে, গুলিস্তান পাতাল মার্কেটে পানির কোনো উৎস নেই, মার্কেটটি অগ্নিঝুঁকিতে আছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ফায়ার সার্ভিসের ঢাকা জোন প্রধান মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

এ দিন দুপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অগ্নিঝুঁকি অ্যাসেসমেন্টের উদ্দেশে গুলিস্তানের পাতাল মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিসের একটি টিম।

বজলুর রশিদ জানান, গুলিস্তান পাতাল মার্কেটে পানির কোনো উৎস নেই। আগুন লাগলে সেখানে পানি পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। মার্কেটটিতে ফায়ার অ্যালার্ম সিস্টেম (ডিটেক্টর) নেই।

পাতাল মার্কেটে ফায়ার এক্সটিংগুইশার (অগ্নি নির্বাপক) পাওয়া গেলেও কোনোটি মেয়াদোত্তীর্ণ, কোনোটি অকার্যকর। মার্কেটের সিঁড়ি সরু ও ছোট, সেখানেও বসেছে দোকান। এসব বিশ্লেষণ করে মার্কেটটি অগ্নিঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের পরিদর্শনকারী টিমি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৩ 
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।