ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে তিনদিন দর্শনার্থী প্রবেশ নিষেধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
বঙ্গবন্ধুর সমাধিতে তিনদিন দর্শনার্থী প্রবেশ নিষেধ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ

গোপালগঞ্জ: আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে।  

আগামী ২৬ এপ্রিল নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দীন আহমেদের  টুঙ্গিপাড়া সফরের কর্মসূচি রয়েছে।

এই সফরকে ঘিরে আগামী ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত তিনদিন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দর্শনার্থী প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের সহকারী কিউরেটর মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠির বরাত দিয়ে গোপালগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম এক প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই প্রেস রিলিজে দেশের দূর-দূরান্ত থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স পরিদর্শনের জন্য যে সব দর্শনার্থীরা কর্মসূচি রাখেন, তারা বিষয়টি আগে থেকে অবগত না থাকলে অসুবিধার সম্মুখিন হন। তাই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বার্তাটি বহুল প্রচারের জন্য গণমাধ্যম কর্মীদের আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করেন ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।