ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
বাংলাবান্ধা স্থলবন্দরে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ

পঞ্চগড়: পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম টানা আটদিন বন্ধ ঘোষণা করা হয়েছে।  বন্দরের আমদানি- রফতানিকারক গ্রুপ এ ঘোষণা দেয়।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দিনগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি- রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা মিলন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, প্রতিবারের মত এবারও ঈদে উভয় দেশের ব্যবসায়ীদের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বুধবার (১৯ এপ্রিল) সকাল থেকে আগামী বুধবার (২৬ এপ্রিল) পর্যন্ত কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম ফের স্বাভাবিক হবে।  তবে ইমিগ্রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।