ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিললো শীতলক্ষ্যায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২২, এপ্রিল ২৮, ২০২৩
নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিললো শীতলক্ষ্যায় ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নদীতে নিখোঁজ শিক্ষার্থী ওসানার (১২) মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পোড়াব এলাকার শীতলক্ষ্যা নদীর স্লুইস গেট ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার সে নিখোঁজ হয়।  

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ-পুলিশের পরিদর্শক মাহাবুব।

এর আগে এ ঘটনায় বাল্কহেডের চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ওসানা সোনারগাঁ উপজেলার পেরাব এলাকার আবু সাইদের মেয়ে। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ইছাপুরা নৌ-পুলিশের পরিদর্শক মাহাবুব বলেন, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের উদ্ধারকারী দল অক্লান্ত পরিশ্রম করে শুক্রবার সকাল ৮টার দিকে পোড়াব এলাকার স্লুইচ গেট ঘাট থেকে ওসানার মরদেহ উদ্ধার করে। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।