ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

বান্দরবান: এক দিনের সরকারি সফরে গিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে নাইক্ষ্যংছড়ি পৌঁছে মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে চাকডালা প্রধান সড়ক থেকে নতুন চাক পাড়া পর্যন্ত সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তুর এবং ৬০ লাখ টাকা ব্যয়ে চাক হেডম্যান পাড়ায় কালভার্টসহ ড্রেইন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

 

পরে পার্বত্যমন্ত্রী চাক সম্প্রদায়ের আয়োজনে চাক হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চাক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনসাধারণের উাদ্দেশ্যে বক্তব্য দেন।

পার্বত্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে আজ শান্তির পায়রা উড়ছে সর্বত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে পাহাড়ের সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শান্তিতে আছে। পাহাড়ি বাঙ্গালী আজ সবাই সম্প্রীতির বন্ধনে বসবাস করছে।  

এসময় আরও মন্ত্রী বলেন, বিশেষ করে পার্বত্যাঞ্চলের চাক সম্প্রদায় আজ অনেক এগিয়ে, প্রথম এই চাক সম্মেলনের মাধ্যমে চাকরা প্রমাণিত করেছে তারা কতটুকু সংঘবদ্ধ ও সামাজিকভাবে সুন্দরভাবে জীবনযাপন করছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.সাইফুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, ক্যনে ওয়ান চাক, কাঞ্চন জয় তংচঙ্গ্যা, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা, উপজেলা চেয়ারম্যান মো. শফিউল্লাহ, চাক বর্ণমালার উদ্ভাবক মং মং চাকসহ সরকারি বিভিন্ন দফরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:১৮০৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।