ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভালুকায় মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মে ২০, ২০২৩
ভালুকায় মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত 

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় কাটাখালী বিলের মৎস্য খামারে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মো. শামিম মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আহতরা হলেন- হারুন অর রশিদের ছেলে সবুজ মিয়া (৩৫) এবং মৎস্য খামারের ব্যবস্থাপক মো.তফাজ্জল হোসেন (৫৫)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শনিবার (২০ মে) সকালে উপজেলার মেদুয়ারি ইউনিয়নের পানিবান্ডা গ্রামের দক্ষিণপাড়া কাটাখালী বিলে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মো. শামীম মিয়া পানিবান্ডা গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে বলে জানিয়েছেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন।  

তিনি আরও জানান, দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে। এ নিয়ে খামার মালিককে থানায় আনা হয়েছিল। তবে আপস হয়ে যাওয়ায় এ নিয়ে কোনো অভিযোগ দায়ের হয়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।  

পুলিশ জানায়, স্থানীয় প্রভাবশালী মোফাখারুল আরশ এক বছর ধরে কাটাখালী বিলে মাছ চাষ করে আসছেন। ওই খামারের ওপর দিয়ে স্থানীয় দুই ব্যক্তি বাঁশের খুঁটিতে পাওয়ার ডেডেভলমমেন্ট বোর্ডের (পিডিবি) বিদ্যুৎ সংযোগ নিলে গতকাল (শুক্রবার) রাতে ঝড়ে তার ছিঁড়ে খামারের পানিতে পড়ে।

এ অবস্থায় সকালে ওই খামারে মাছ ধরতে গেলে শামীম মিয়া বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন খামারের ব্যবস্থাপক তফাজ্জল ও সবুজ মিয়া।  

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।