ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঐতিহাসিক ঢাকা গেটের সংস্কার কাজের উদ্বোধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মে ২৪, ২০২৩
ঐতিহাসিক  ঢাকা গেটের সংস্কার কাজের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়েল চত্বরের কাছে অবস্থিত ঐতিহাসিক ঢাকা গেটের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে এ কাজের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

 

এসময় উপস্থিত ছিলেন ঢাবি প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান, সংসদ সদস্য রাশেদ খান মেনন, ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

মেয়র তাপস বলেন, আমরা নির্বাচনী ইশতেহারে ঢাকার ঐতিহ্যগুলোকে ধারণ করার কথা বলেছিলাম। শুধু দেশবাসী না, বহির্বিশ্বের কাছে এসব তুলে ধরতে হবে। আমরা ধাপে ধাপে ঢাকার ঐতিহ্যের স্থাপনাগুলোকে সংস্কার ও সংরক্ষণের চেষ্টা করছি। তারই একটি শুভ সূচনা আজকে আমরা করতে পারছি।

ইতিহাসবিদ মুনতাসীর মামুন বলেন, এটার নাম অনেকে মীর জুমলার ফটকও বলেন। মীর জুমলার আমলে একটি কামান ছিল, সেই কামানটিও সেখানে অবহেলায় পড়ে আছে। তাহলে সবমিলিয়ে একটি ঐতিহাসিক স্থাপনা থাকবে এবং সংরক্ষণ হবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ২৪,২০২৩
এসকেবি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।