ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে হত্যা মামলায় জামিন পেলেন ইউপি চেয়ারম্যান জয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ২৫, ২০২৩
হবিগঞ্জে হত্যা মামলায় জামিন পেলেন ইউপি চেয়ারম্যান জয়

হবিগঞ্জ: হত্যা মামলায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রকৌশলী জয় কুমার দাসকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৫ মে) তার জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ মো. জাকির হোসাইন ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেই সঙ্গে এই ছয় সপ্তাহের মধ্যে জয় কুমারকে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে প্রকৌশলী জয় কুমার দাসের পক্ষে জামিন শুনানি করা আইনজীবী হারুনুর রশিদ এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, সুবিদপুর ইউনিয়নের মশাকলি গ্রামে একটি ভূমি নিয়ে সুদাম দাস ও শনি দাসের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে গত ১৩ এপ্রিল দুপক্ষে সংঘর্ষ হলে উভয়পক্ষের একজন করে দুইজনের মৃত্যু হয়। ঘটনার পর নিহত সুবত্র দাসের মা সরলা বালা দাস ৭৪ জনের নামে বানিয়াচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তিন নম্বর অভিযুক্ত ও সুবিদপুর ইউপি চেয়ারম্যান জয় কুমার দাস ঘটনার সময় বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ধান কাটা উৎসবে ছিলেন বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ নিশ্চিত করেছেন।

ইউএনও পদ্মাসন সিংহর সঙ্গে যোগাযোগ করা হলে, ধান কাটার উৎসবে উপস্থিত থেকে জয় কুমার দাম কিভাবে সংঘর্ষস্থলে গিয়ে ফিকলের আঘাত করবেন বলে প্রশ্ন রাখেন। তাকে দুঃখজনকভাবে মামলায় জড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।