ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মে ২৬, ২০২৩
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিজান (৫০) নামে এক পথচারী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন।  

শুক্রবার (২৬ মে) ঘটনাটি ঘটেছে উপজেলায় অবস্থিত ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের ব্রা‏হ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর এলাকায়।

নিহত মিজান ওই এলাকার মনু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মিজান বাড়ির পাশের ওই সড়কে হাঁটতে বের হন। তিনি হাঁটতে হাঁটতে আক্কেল আলী মেম্বারের বাড়ির কাছে আসলে পেছন থেকে একটি দ্রুতগামী হাইয়েস গাড়ি তাকে ধাক্কা দেয়।  এতে তিনি বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে পড়ে যান। তখন মাথায় আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপস্থিত জনতা ঘাতক গাড়ি ও গাড়ির চালককে আটক করেছে।  

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, নিহত মিজান ৩ সন্তানের জনক বলে এলাকাবাসী জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।