ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যা নদীতে পড়েছিল শিশুর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৮, মে ২৭, ২০২৩
শীতলক্ষ্যা নদীতে পড়েছিল শিশুর মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর বন্দরের ইস্পাহানি ঘাট এলাকা থেকে আয়াত (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) রাতে শিশুর মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

আয়াত একই এলাকার নদীর পাশের মানিক মিয়ার ছেলে।

এলাকাবাসীর ধারণা, খেলতে গিয়ে হয়ত নদীর পানিতে ডুবে যায় শিশুটি। বিকেল ৫টা থেকে সে নিখোঁজ হয়। পরে রাত ৮ টার দিকে মরদেহ নদীতে ভেসে উঠে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।