ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, আটক ৯ আটকরা

নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গণপরিবহন থেকে চাঁদার টাকা তোলার সময় নয় জনকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।

সোমবার (১২ জুন) বিকেলে মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে চট্টগ্রামগামী লেন থেকে তাদের আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে নগদ ৩ হাজার ৮৭৮ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মো. দুলাল (৩২), সাদ্দাম হোসেন (২৫), মো. আলামিন (১৮), মো. জামির হোসেন (২২), মো. সাদ্দাম (২১), মো. হাসান (২৫), মো. হাসান (১৮), মো. জসিম (৩২), মো. সেলিম (২৭) ও মো. হাসান (১৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এমআরপি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।