ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

যাত্রাবাড়ীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০০, জুন ১৬, ২০২৩
যাত্রাবাড়ীতে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. সজিবকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (১৬ জুন) তাকে গ্রেপ্তারের বিষয়টি জানান র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক।

তিনি জানান, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি সজিবকে গ্রেপ্তার করা হয়েছে। সজিব নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার একটি ধর্ষণ মামলার আসামি। গত ২৮ মে মামলা দায়েরের পর থেকেই তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন-যাপন করে আসছিলেন।

তার নামে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান ফারজানা হক।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।