ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩
বান্দরবানে পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে শ্রমিকের মৃত্যু

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে ফকির আহমদ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরেক শ্রমিক।

শুক্রবার (১৬ জুন) রাত সাড়ে ১১টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এর তেলুনিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফকির আহমদ আজিজনগর ইউপির ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়া পাগলীর ঝিড়ির এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে। আহত আরমান উদ্দিন (১৭) একই ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকার মো. ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজনগর ২ নম্বর ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন ও হেলাল উদ্দিন বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিলেন। পরে শুক্রবার রাতে তিনশ্রমিককে মাটি কাটার কাজে লাগান তারা, এসময় ওই শ্রমিকদের ওপর পাহাড়ের মাটি ধসে পড়লে ফকির আহমদ ও আরমান উদ্দিন চাপা পড়েন।

এদিকে সংবাদ পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে মাটির নিচ থেকে উদ্ধার করে পদুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফকির আহমদকে মৃত ঘোষণা করেন।

বান্দরবানের আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি এনামুল হক ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ১৭, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।