ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৬, সেপ্টেম্বর ১, ২০২৫
খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থী উদ্ধার, আটক ২

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. আল রাফিকে অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার করেছে সেনাবাহিনী।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৫টায় জেলার পানছড়ির মোল্লাপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণে জড়িত দুজনকে আটক করা হয়। আটকরা হলেন—খাগড়াছড়ি সদরের মোহাম্মদপুর এলাকার আব্দুর রহিমের ছেলে বাদশা মিয়া (২৮) ও পানছড়ির ইটখোলা গ্রামের হানিফ হোসেনের ছেলে কামরুল হাসান (৩২)। তাদের রোববার রাতে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থী আল রাফিকে রোববার সকালে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার এলাকা থেকে অজ্ঞাতনামা দুর্বত্তরা অপহরণ করে। পরে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করলে বিষয়টি জানাজানি হয়। পরে সেনাবাহিনী অভিযান চালায়।  

বিকেল সাড়ে ৫টার দিকে পানছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল পানছড়ির মোল্লাপাড়া ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করে এবং দুজনকে আটক করে। ঘটনার মূল পরিকল্পনাকারী খাগড়াছড়ির মোহাম্মদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল মালেক মিয়া এখনো পালাতক রয়েছেন।

রোববার রাত ১০টায় সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন থেকে আসামিদের খাগড়াছড়ি সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা দুই আসামিকে পুলিশের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।