ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাপের দংশনে তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
সাপের দংশনে তুলা উন্নয়ন বোর্ড কর্মকর্তার মৃত্যু

বান্দরবান: বান্দরবানে বিষাক্ত সাপের দংশনে চিরন্তন চাকমা (৪৯) নামে নামে তুলা উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় বান্দরবানের বালাঘাটা পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্রের স্টাফ কোয়ার্টারে এ ঘটনা ঘটে।

মৃত চিরন্তন চাকমা রাঙামাটি জেলার বনরূপা নিবাসী হোমিও চিকিৎসক মৃনাল কান্তি চাকমার ছেলে। তিনি বান্দরবানের তুলা গবেষণা কেন্দ্রের কটন ইউনিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বান্দরবান পাহাড়ী তুলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মংসানু মারমা জানান, শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় দোকান থেকে তুলা গবেষণা কেন্দ্রের কোয়ার্টারে ফেরেন চিরন্তন চাকমা। বাসার উঠানে পৌঁছাতেই হঠাৎ তাকে বিষাক্ত সাপ দংশন করে। পরে তার চিৎকারে স্বজনেরা সঙ্গে সঙ্গে তাকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।  
তিনি আরও জানান, হাসপাতালে ভর্তি করার পর দায়িত্বরত চিকিৎসক রাত ১২টা পর্যন্ত তাকে পর্যবেক্ষণ করেন এবং শেষে অবস্থার উন্নতি না হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত দেন।

পরে রাত ১২টায় তাকে বান্দরবান সদর থেকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয় এবং ভোর ৫টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

চিরন্তন চাকমার মৃত্যুতে তার পরিবার, কার্যালয়সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুন ১৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।