ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

জাতীয়

ঈদের ছুটি শুরুর দিন ঢাকা ছেড়েছেন ১৯ লাখ সিমধারী

স্পেশাল করেসপনেডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৬, জুন ২৯, ২০২৩
ঈদের ছুটি শুরুর দিন ঢাকা ছেড়েছেন ১৯ লাখ সিমধারী

ঢাকা: ঈদের সরকারি ছুটি শুরুর দিন মঙ্গলবার (২৯ জুন) ১৯ লাখ সিমধারী ঢাকা ছেড়েছেন। আর ওই দিন ঢাকায় ঢুকেছেন সাত লাখ ৭৮ হাজার ৫৪৩ সিমের গ্রাহক।

বুধবার (২৮ জুন) এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

ঈদে সরকারি ছুটি তিনদিন ধাকলেও নির্বাহী আদেশে একদিন বাড়িয়ে তা চারদিন করা হয়। ফলে ২৭ জুন থেকেই শুরু হয় সরকারি ছুটি।  
আর ওই দিনই বাড়ি যাওয়ার জনস্রোত শুরু হয়।

মন্ত্রীর তথ্য অনুযায়ী, ওই দিন গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, রবির ৬ লাখ ১০ হাজার ৬৪১, বাংলালিংকের ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০ সিমধারী ঢাকা ছেড়েছেন। আর ঢাকায় ঢুকেছেন গ্রামীণফোনের ১ লাখ ২৭ হাজার ৫৯৬, রবির ১ লাখ ২৩ হাজার ৯৯৩, বাংলালিংকের ৪ লাখ ৫৯ হাজার ৫৩৬ এবং টেলিটকের ৬৭ হাজার ৪১৮ গ্রাহক।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এমআইএইচ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।