ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা হাসপাতালে

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে বাবা মোংলা রাজবংশীর সামনে হারাধন রাজবংশী (২৬) নামে এক যুবক মারা গেছেন। এসময় বজ্রাহত হয়েছেন হারাধনের বাবা মোংলা ও তাদের প্রতিবেশী নেপাল রাজবংশী।

বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। হতাহতরা পৌলি দক্ষিণপাড়ার বাসিন্দা।

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।  

স্থানীয়রা জানান, পৌলি গ্রামের মোংলা রাজবংশী, তার ছেলে হারাধন রাজবংশী, বিষ্ণু রাজবংশীর ছেলে নেপাল রাজবংশীসহ পাঁচজন পাশের সদর উপজেলার তারাবাড়িয়া নামক স্থানে মাছ ধরতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পৌলি রেললাইনের পাশে পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে মোংলা, হারাধন এবং নেপাল আহত হন। পরে সঙ্গীরা স্থানীয়দের সহায়তায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে হারাধনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ জানান, জেলা প্রশাসকের নির্দেশে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুসেইন বজ্রপাতে মৃত হারাধনের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।