ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
কালিহাতীতে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালীহাতিতে ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের খানুরবড়ি গ্রামের মৃত আব্দুল রশীদের ছেলে সাইফুল ইসলাম (৩৩)।  

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আতিকুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি এলাকায় একটি ট্রলির সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় যাত্রী ও ট্রলিতে থাকা তিন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।