ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় হাজত থেকে দণ্ডপ্রাপ্ত আসামির পলায়ন, ২ পুলিশ প্রত্যাহার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
মাগুরায় হাজত থেকে দণ্ডপ্রাপ্ত আসামির পলায়ন, ২ পুলিশ প্রত্যাহার
 

মাগুরা: চুরির মামলায় ছয় বছরের সাজার আদেশপ্রাপ্ত আসামি সোয়েব মোল্যা (৩০) মাগুরার মহম্মদপুর থানা হাজত থেকে পালিয়ে গেছেন।

তিনি মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের রো নগর গ্রামের মৃত সিদ্দিক মোল্যার ছেলে।

এ ঘটনায় পুলিশ কনস্টেবল পাপ্পু ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহীনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

অতিরিক্ত পুলিশ সুপার তোফাজ্জেল হোসেন জানান, দেড় বছর আগে নড়াইল আদালত চুরির অপরাধে সোয়েবকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দেন।  

রায়ের আগে থেকেই তিনি পলাতক ছিলেন। রোববার রাতে তাকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়। পরদিন সকাল সাড়ে ১০টায় দেখা যায়, আসামি হাজতে নেই। ডিউটি অফিসার এএসআই শাহীন সঙ্গে সঙ্গে তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে তালা খুলে তারা দেখতে পান, হাজত খানার সামনের রড ভাঙা।

সোয়েবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।