ঢাকা: ইতালিতে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চুক্তির নামে কোটি টাকার প্রতারণা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি টিম প্রতারক চক্রের সক্রিয় সদস্য মিলন মিয়াকে (৪২) গ্রেপ্তার করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর শহরের চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
পুলিশ সুপার জানান, ইতালিতে ভিসা দেওয়ার কথা বলে প্রায় শতাধিক ভুক্তভোগীর কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্র। প্রকৃত ভিসার বদলে দেওয়া হয়েছে ভুয়া ভিসা। আবার অনেকের পাসপোর্ট আটকে রেখে করা হয়েছে হয়রানি। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গ্রহণ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিলন মিয়া জানান, ভিজিট ভিসার কথা বলে ফরিদপুরের এক ভুক্তভোগীর সঙ্গে ২২ লাখ টাকার চুক্তি করা হয় এবং সেখান থেকে সাত লাখ টাকা অগ্রিম নেওয়া হয়। মিলন মিয়া বিভিন্ন এলাকা থেকে লোক সংগ্রহ করতেন এবং সহযোগীদের হয়ে কাজ করতেন। ভাগ্য পরিবর্তনের আশায় বিদেশে যেতে ইচ্ছুক সাধারণ মানুষই ছিল এ চক্রের প্রধান টার্গেট।
সিআইডি জানায়, ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এই প্রতারক চক্রের নেটওয়ার্ক রয়েছে। জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, জোসনা বেগম ও মাহবুব নামীয় দুইজন ইতালি ও লিবিয়াতে লোক পাঠানোর মূল হোতা।
গ্রেপ্তার মিলন মিয়া প্রতারণার কথা স্বীকার করেছেন। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন ও অন্যান্য অজ্ঞাত সদস্যদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
এমএমআই/এইচএ/