ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ২ খাদ্য কর্মকর্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ২ খাদ্য কর্মকর্তার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের কুলপালায় বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেলে থাকা দুই খাদ্য কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আনসার আলীর ছেলে সাইদুর রহমান (৩৫) ও মেহেরপুর পৌর এলাকার বাসস্ট্যান্ড পাড়ার ইউনুস আলী শেখের ছেলে নজরুল ইসলাম (৫৮)। নজরুল ইসলাম চুয়াডাঙ্গা সদর খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও সাইদুর রহমান সহকারী উপ-খাদ্য পরিদর্শক ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মেহেরপুর থেকে আসা একটি মাইক্রোবাস চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় মাইক্রোবাসটির একটি চাকা পাংচার হলে তা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন নিহত হন।  

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২৩০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।