ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধ, পরিকল্পিতভাবে মফিজকে হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
জমি নিয়ে বিরোধ, পরিকল্পিতভাবে মফিজকে হত্যা 

ঢাকা: জমি নিয়ে বিরোধের জেরে গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় মফিজুর রহমান হত্যা মামলার প্রধান আসামি মো. রিন্টু খন্দকার (৪০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

বুধবার (২ আগস্ট) রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার রিন্টু খন্দকার গোপালগঞ্জের কাশিয়ানী থানার চরভাটপাড়া গ্রামের মো. হিবু খন্দকারের ছেলে।  

র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।  

ফারজানা হক জানান, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং মামলার সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল গোপালগঞ্জের কাশিয়ানী থানাধীন চরভাটপাড়া এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে মফিজুর রহমানকে হত্যা করেন রিন্টু খন্দকার ও তার সহযোগীরা।  

পূর্বপরিকল্পনা অনুযায়ী ভুক্তভোগী মফিজুরের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর জখম করেন রিন্টু ও তার সহযোগীরা। পরে  উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়৷ গত ৫ মে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এরপর ভিকটিমের ভাই বাদী হয়ে গোপালগঞ্জের কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকে ধৃত আসামি নিজ এলাকা ছেড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিলেন।  

আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২৩
এসজেএ/ এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।