ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইয়াবাসহ ইউপি সদস্য-সহযোগী গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৩
ইয়াবাসহ ইউপি সদস্য-সহযোগী গ্রেপ্তার 

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত লুৎফর রহমান রুবেল পাটোয়ারী মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়া ইউনিয়ন পরিষদের নয় নম্বর ওয়ার্ডের পানবাড়িয়া এলাকার বাসিন্দা ও একই ওয়ার্ডের ইউপি সদস্য।

এছাড়া তার সহযোগী ইমরুল কায়েস রুবেল বেপারী মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন হাওলাদার জানান, শুক্রবার (৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর এলাকার একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। এ সময় ইউপি সদস্য লুৎফর রহমান রুবেল পাটোয়ারী ও ইমরুল কায়েস রুবেলকে আটক করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে আট পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এদিকে এ ঘটনায় আটকদের বিরুদ্ধে শনিবার (৫ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।  
তিনি জানান, ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।