ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

জাতীয়

বেগমগঞ্জে টিটু বাহিনীর প্রধান গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, আগস্ট ১৩, ২০২৩
বেগমগঞ্জে টিটু বাহিনীর প্রধান গ্রেপ্তার

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একাধিক মামলার আসামি টিটু বাহিনীর প্রধান মো. টিটুকে (৪২) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

রোববার (১৩ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

 

এর আগে, শনিবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে তাকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের একাব্বরপুর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।  

টিটু ওই গ্রামের হাদার বাড়ির মৃত নুরুল আমিনের ছেলে।   

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এলাকার শীর্ষ সন্ত্রাসী টিটুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তিনি একাধিক মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি। তার নামে বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে।  

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, টিটুকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, রোববার আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।