ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নবীনগরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
নবীনগরে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে বাবা খুন

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাট কাটা নিয়ে তর্কে মানসিক ভারসাম্যহীন জসিম উদ্দিনের (৪০) হাতে তার বাবা মো. লিল মিয়া (৭০) খুন হয়েছেন।  

সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার জিনদপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জসিমকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জমির পাট কাটা নিয়ে বাবা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় প্রতিবেশীরা লিল মিয়াকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত জসিম মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, আগস্ট ১৪, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।