ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় করতোয়া নদীতে ভাসছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৯, আগস্ট ২১, ২০২৩
বগুড়ায় করতোয়া নদীতে ভাসছিল যুবকের মরদেহ

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয় (২৭) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২১ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের চেলোপাড়া এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বগুড়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, নিহতের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ প্রায় অর্ধগলিত। তার শরীরে কালো টিশার্ট পরা আছে। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে দুই থেকে তিন আগে ওই তার মৃত্যু হয়েছে। মরদেহের পরিচয় নিশ্চিত করতে পিবিআই ও সিআইডির টিম কাজ করছে।

তিনি আরও জানান, কি কারণে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
কেইউএ/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।