ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে দুইজন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধে দুইজন নিহত 

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ খবর শুনে প্রতিপক্ষের প্রধান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার পাংখারচর গ্রামে এ ঘটনা ঘটে।  

হামলায় নিহত ব্যক্তির নাম এস এম বরকত আলী (৫৫)। তিনি পাংখারচর গ্রামের কাজীপাড়ার বাসিন্দা। পেশায় তিনি একজন দলিল লেখক।

এ খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রতিপক্ষের প্রধান একই গ্রামের কেরামত মোল্লা (৬১)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ার এস এম বরকত আলীর সঙ্গে একই গ্রামের কেরামত মোল্লার জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। মঙ্গলবার  বিকেল সাড়ে ৩টার দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয় পক্ষ পাংখারচর চৌরাস্তা বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

এসময় কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম, আমীনসহ ১০/১২ জনের একদল দুর্বৃত্ত হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে বরকত আলীকে হত্যা করে।

এদিকে বরকতকে হত্যার খবর শুনে বুকে ব্যথা উঠে মারা যান কেরামত মোল্লা।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।  

নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের আটকের জন্য চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।