ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৪ দফা দাবিতে ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৩
৪ দফা দাবিতে ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

ঝিনাইদহ: কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ দেওয়া, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিকেল এডুকেশন অব বাংলাদেশ নামে স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠনসহ ৪ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ম্যাটস শিক্ষার্থীরা।

মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটস এর শিক্ষার্থীসহ ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা।

ব্যানার ফেস্টুন নিয়ে তারা সেখানে অংশ নেন।

এ সময় মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন ম্যাটস এর শিক্ষার্থী আহসান হাবিব, রুবাইয়া নাজনীন রিপা, সুইটি খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

মানববন্ধন থেকে সারা দেশের ৫০ হাজারেরও বেশি ম্যাটস শিক্ষার্থীদের এই দাবি মেনে নেওয়ার জন্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।