ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাজেকে বেড়াতে গিয়ে ঢাবি ছাত্রী অপহরণের শিকার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
সাজেকে বেড়াতে গিয়ে ঢাবি ছাত্রী অপহরণের শিকার  

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দিপিতা চাকমা (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে।  

দিপিতা খাগড়াছড়ি সদরের শীতেন্দ্র বিকাশ চাকমার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার খাগড়াছড়ি থেকে বন্ধুদের সঙ্গে পর্যটন কেন্দ্র সাজেকে যাচ্ছিলেন দিপিতা। দুপুর ১টার দিকে পথে শিজকছড়া এলাকায় এক দল সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী তাদের গাড়ি থামিয়ে দিপিতা চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।

এদিকে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটিকে উদ্ধারে অভিযান চলছে।  

অপরদিকে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, দিপিতা চাকমাকে উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।  

দিপিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।