ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নওগাঁয় যুব মহিলা লীগের উদ্যোগে মা সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
নওগাঁয় যুব মহিলা লীগের উদ্যোগে মা সমাবেশ

নওগাঁ: নওগাঁয় যুব মহিলা লীগের উদ্যোগে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নওগাঁ পৌর এলাকার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হয় মা সমাবেশ।

নওগাঁ জেলা যুব মহিলা লীগের আয়োজনে উক্ত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন।  

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার মহিলাদের জন্য সব সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যাক্তা ভাতাসহ মহিলাদের নানাবিধ সুযোগ সুবিধা দিয়েছে জননেত্রী শেখ হাসিনার সরকার। তাছাড়া মহিলারা এখন তাদের কর্ম দক্ষতা দিয়ে সব জায়গায় পুরুষের সমান অবদান রাখছে। আর এই সুযোগ তৈরি করে দিয়েছেন বর্তমান সরকার।  

ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দিতে হবে। মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন, সবার উন্নয়ন।  

এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, যুব মহিলা লীগের সভাপতি নাতিশা আলম, সাধারণ সম্পাদক ফেন্সিসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।